11 December, 2022
>>Nusus
সহজ ৭ টি দরুদের বাক্য উপস্থাপন করছি। এগুলো গুরুত্বপূর্ণ; সবসময় পড়তে পারেন।
(১) দরুদে ইবরাহিম (সর্বশ্রেষ্ঠ দরুদ):
কা’ব বিন উজরাহ (রা.) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন,
(২) সবচেয়ে ছোট বিশুদ্ধ দরুদ:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ، وَعَلٰى آلِ مُحَمَّدٍ
“হে আল্লাহ! আপনি মুহাম্মাদ এবং মুহাম্মাদের পরিবারের উপর রহমত বর্ষণ করুন।”(৩) আরেকটি সুন্দর বিশুদ্ধ দরুদ:
নবিজি বলেন, ‘‘তোমরা বলো—
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ، وَعَلٰى آلِ مُحَمَّدٍ
“হে আল্লাহ! আপনি উম্মি নবি মুহাম্মাদ ও মুহাম্মাদের পরিবারের উপর রহমত বর্ষণ করুন।” ( ইমাম আবু দাউদ, আস-সুনান: ৯৮১; হাদিসটি হাসান )(৪) দরুদে ইবরাহিমের সংক্ষিপ্ত রূপ:
আবু সাঈদ খুদরি (রা.) থেকে বলেন, আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনার উপর সালাম পাঠানোর নিয়ম তো আমরা জেনেছি, কিন্তু আপনার উপর দরুদ কীভাবে পাঠ করবো? তিনি বললেন, তোমরা বলবে—
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ
[আল্লা-হুম্মা সল্লি ‘আলা মু‘হাম্মাদিন ‘আবদিকা ওয়া রাসু-লিক, কামা সল্লাইতা ‘আলা ইবরা-হি-ম; ওয়া বা-রিক ‘আলা মু‘হাম্মাদ ওয়া আ-লি মু‘হাম্মাদ, কামা বা-রাকতা ‘আলা ইবরা-হি-ম] --- “হে আল্লাহ! আপনি আপনার বান্দা ও রাসুল মুহাম্মাদের উপর রহমত প্রেরণ করুন, যেভাবে আপনি ইবরাহিমের উপর রহমত প্রেরণ করেছেন। মুহাম্মাদ ও তাঁর পরিবারের উপর বরকত দান করুন, যেভাবে বরকত দিয়েছেন ইবরাহিমের উপর (তাঁর পরিবারের উপর)।” ( ইমাম নাসায়ি, আস-সুনান: ১২৯৩; হাদিসটি সহিহ )(৫) যে দরুদে আছে সাদাকাহর সওয়াব:
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ، وَصَلِّ عَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ
আল্লা-হুম্মা সল্লি ‘আলা মু‘হাম্মাদিন ‘আবদিকা ওয়া রাসু-লিক, ওয়া সল্লি ‘আলাল মুঅ্মিনি-না ওয়াল মুঅ্মিনা-ত, ওয়াল মুসলিমি-না ওয়াল মুসলিমা-ত ( হে আল্লাহ! আপনি আপনার বান্দা ও রাসুল মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করুন এবং সকল মুমিন-মুমিনা ও মুসলিম-মুসলিমার উপরও রহমত বর্ষণ করুন )(৬) ছোট একটি দরুদ:
صَلَّى اللّٰهُ عَلَى النَّبِيِّ مُحَمَّدٍ
সল্লাল্লা-হু ‘আলান্নাবিয়্যি মু‘হাম্মাদ ( নবি মুহাম্মাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করুন। )(৭) নবিজির শাফা‘আত লাভের দরুদ:
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ، وَأَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
আল্লা-হুম্মা সল্লি ‘আলা মু‘হাম্মাদ, ওয়া আনযিলহুল মাক্ব‘আদাল মুক্বাররবা ‘ইনদাকা ইয়াওমাল ক্বিয়া-মাহ্ ( হে আল্লাহ! আপনি মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করুন এবং কিয়ামতের দিন আপনার নিকটেই তাঁকে স্থান দিন )